আজ থেকে ঠিক ৩৩ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীন রমেশ টেন্ডুলকার। তাই নভেম্বর ১৫ তারিখ দিনটি ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ স্মরণীয় একটা দিন। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৯ সালে করাচিতে ক্যারিয়ারে প্রথম বারের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন শচীন। টেস্ট ড্র হলেও শুধু কিংবদন্তী ক্রিকেটারের অভিষেকের কারণেই দিনটা সকলের কাছে মনে রাখার মত। ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ২০১৩ সালের ১৫ নভেম্বর এরপরেই ক্রিকেটকে বিদায় জানান তিনি।
দীর্ঘ ২৪ বছরের ক্রিকেট জীবনে শচীন বহু রেকর্ড গড়েছিলেন। যদিও অভিষেক টেস্টে তেমন একটা ভাল করতে পারেননি, মাত্র ১৫ রান করেই আউট হয়েছিলেন। পাকিস্তান পেসার ওয়াকার ইউনিস তুলে নিয়েছিলেন মাস্টার ব্লাস্টারের প্রথম উইকেটটি। ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে শচীনের ব্যাট হাতে করেছিলেন ৭৪ রান।
২০১৯ সালে, শচীন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। সেই ১৬ বছরের ছোকড়া থেকে দ্রুতই দেশের সকলের প্রিয় ক্রিকেটার হয়ে বনে যান শচীন। ২৪ বছরের ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেট শচীনের সেঞ্চুরি ১০০ টি। যার মধ্যে টেস্ট ক্রিকেটে তাঁর সেঞ্চুরি আছে ৫১টি এবং বাকি ৪৯ টি ওয়ান ডে ফরম্যাটে। তিন ফরম্যাট মিলিয়ে মোট রান করেছেন ৩৪,৩৫৭।