২৭ জুলাই ২০২৪, শনিবার

‘১৯৯২’ বিশ্বকাপ জার্সিতে রঙহীন কোহলিরা

- Advertisement -

প্রায় ৯ মাস পর অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ক্রিকেট। গ্যালারিতে দর্শক। ভারত ফিরে গেছে ২৮ বছর পেছনে। ওয়ানডে সিরিজের পয়লা ক্ল্যাশে পুরোনো জার্সি নতুন করে ফিরিয়েও জয় পেলোনা টিম ইন্ডিয়া।

প্রয়াত ফিল হিউজ আর ডিন জোন্সের স্মরণে সিডনিতে নিরবতা। টস জিতে বাইশ গজে ওয়ার্নার-ফিঞ্চের ব্যাটিংয়ে ঠিক উল্টোটা। পাওয়ার হিটিংয়ে ১৫৬ রানের উদ্বোধনী জুটি। ৬৯ রানে ফেরেন ডেভিড। সেঞ্চুরির সু্যোগ নষ্ট করেননি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২ ছয় ৯ চারে ১১৪ রানের ইনিংস।

ফিঞ্চকে ছাপিয়ে এসসিজিতে সব আলো কেড়ে নেন স্টিভ স্মিথ। পছন্দের প্রতিপক্ষকে পেয়ে উইকেটের চার পাশে দৃষ্টিনন্দন শটে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে দ্রুততম শতক। ৪ ছয় ১১ চারে ৬৬ বলে স্মিথের উইলোতে ১০৫।

অজিদের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিশেহারা বুমরা,চাহালরা। স্লগে ম্যাক্সওয়েলের ঝড়ো ১৯ বলে ৪৫ এ স্বাগতিকদের বোর্ডে টোটাল ৩৭৪। যা ওয়ানডেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর।

বড় টার্গেটের পেছনে ছুটে শুরুতে দিক হারা টিম ইন্ডিয়া। হ্যাজলউডের আগ্রাসী স্পেল, চেজ মাস্টার কোহলি থেমেছেন ২১ রানে। ৪ উইকেট শেষ ১০০ রান পেরোতেই।

এরপর ধাওয়ানের সঙ্গে কাউন্টার অ্যাটাকে ম্যাচ জমিয়ে তুলেন হার্দিক পান্ডিয়া। দুজনার ১২৮ রানের জোট। ধাওয়ানের ৭৪ আর পান্ডিয়ার আগ্রাসী ৯০ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। ৮ উইকেটে ৩০৮ রানে শেষ ভারতের ইনিংস। অস্ট্রেলিয়ার জিত ৬৬ রানে।

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টা রোববার সিডনিতেই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img