১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

১ জুন শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

- Advertisement -

আগামী ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের সহআয়োজক যুক্তরাষ্ট্র। একদিন পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বিশ্বকাপের আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।

গ্রুপ ‘ডি’ তে পড়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। প্রথম দুই ম্যাচ বাংলাদেশের জন্য বেশ কঠিন। ৭ তারিখ শ্রীলঙ্কার পর ১০ তারিখ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে তাওহীদ হৃদয়-লিটন কুমার দাশরা। টাইগারদের ম্যাচের একদিন আগে ক্রিকেট বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা ভারত-পাকিস্তান ম্যাচ।

সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর তিনদিনের বিশ্রাম পাবে টাইগার। ১৩ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগাররা প্রত্যেকটা ম্যাচের পর তিনদিন করে বিরতি পাবেন। ১৩ তারিখে তৃতীয় ম্যাচের পর ১৬৯ তারিখে গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তরা।

প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল খেলবে পরের রাউন্ডে। ১৯-২৪ জুন হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে ‘বি’ গ্রুপের রানার্স আপ দল মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপের রানার্স আপ দল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। একইভাবে ‘সি’ ও ‘ডি’ গ্রুপের সেরা চার দল একে অপরের মুখোমুখি হবে।

২৬ জুন গায়ানায় হবে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। একদিন পরেই ত্রিনিদাদে হবে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img