অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনিয়র টাইগাররা ১ লাখ ও স্টাফরা ৫০ হাজার করে টাকা পেয়েছেন। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে সবাই বোনাস গ্রহণ করেছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন।
গত মাসের ডিসেম্বরে আরব আমিরাতকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে মাহফুজুর রহমান রাব্বির দল। সেমিফাইনালে ভারতের মতো প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল আশিকুর রহমান শিবলি-আরিফুল ইসলামরা।
এশিয়া কাপের দলকে নিয়েই ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে যাবে বাংলাদেশ। তার আগে মিরপুরে নিয়মিত অনুশীলন করছে জুনিয়র টাইগাররা।