২০ জানুয়ারি ২০২৫, সোমবার

১-০ তে এগিয়ে বাংলাদেশ

- Advertisement -

মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সুমন রেজার গোলে ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় জামাল বাহিনী। এ ম্যাচে যে জিতবে তারাই খেলবে সাফের এবারের আসরের ফাইনাল।

ম্যাচের তখন আট মিনিট; দুর্দান্ত গতিতে বল নিয়ে বক্সের বাম প্রান্ত থেকে নেপাল অর্ধে ঢোকার চেষ্টা রাকিব হোসেনের। রাকিবকে থামাতে গিয়ে স্লাইড দিলেন নেপাল ডিফেন্ডার গৌতম শ্রেষ্ঠা; ছিটকে গেলেন রাকিব। রেফারির বাঁশি এবং ফাউল।

১৬ বছর পর সাফের ফাইনালে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। ফ্রি-কিক নিতে এগিয়ে এলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তার শটটাকে রুখতে সামনে দাড়িয়ে দুই নেপাল খেলোয়াড়। ডান পায়ে জামালের শট; সামনে দাড়ানো খেলোয়াড়দের একজনের পিঠে লেগে বলটার দিকটাই গেল বদলে। গোলকিপারের ঠিক সামনে দাড়ানো সুমন রেজার হেড এবং গোল। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি নেপাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img