২ ডিসেম্বর ২০২৪, সোমবার

২০২১ এর ‘ঋণ’ ২০২৩ এ শোধ করবে নিউজিল্যান্ড

- Advertisement -

বাতিলকৃত সিরিজের ‘ঋণ শোধ করতে’ ৫ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টির সিরিজে পাকিস্তানে খেলতে আসবে নিউজিল্যান্ড। তবে তার জন্য ক্রিকেটপ্রেমিদের অপেক্ষা করতে হবে আরো প্রায় দেড় বছর।

সোমবার পিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ২০২৩ এর এপ্রিলে এই সিরিজ খেলতে পাকিস্তানে আসবে নিউজিল্যান্ড। তবে সফরের দিনক্ষণ ও ভেন্যু এখনো ঠিক হয়নি।

সেপ্টেম্বরে সিরিজের প্রথম ওয়ানডের দিন ‘নিরাপত্তা শঙ্কা’র অজুহাতে সিরিজ বাতিল করে দেশে ফিরে গিয়েছিলো নিউজিল্যান্ড। এই ঘটনায় পাকিস্তানের ক্রিকেট হয়ে যায় টালমাটাল। নিউজিল্যান্ডের দেখাদেখি ইংল্যান্ডও এ দলের পাকিস্তান সফর বাতিল করে। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ এই মুহুর্তে সফর করছে পাকিস্তানে। এই সফরেও অবশ্য দুর্ভাগ্য হানা দিয়েছে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি করোনার প্রকোপে স্থগিত হয়ে গেছে। আসার কথা আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডেরও।

২০২৩ এর আগেও অবশ্য ২ টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ২০২২ সালে পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড। সেটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img