১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

২০২৩ সালে আমি নিজের ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত: রোনালদো

- Advertisement -

সৌদি আরবে সময়টা দারুণ কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৮ বছর বয়সে যেখানে অনেক ফুটবলার বুটজোড়া তুলে রাখার চিন্তা করে। সেখানে এই বয়সে একের পর এক গোল করেই যাচ্ছেন পর্তুগিজ তারকা। আল শাবাবের বিপক্ষে আল নাসরের ৫-২ ব্যবধানের জয়েও পেয়েছেন জালের দেখা। সব মিলিয়ে চলমান সিজনে ৫০ গোল করেছেন রোনালদো।

ম্যাচ শেষে বছরে নিজের ৫০তম গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক পর্তুগিজ সুপারস্টার নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, “দুর্দান্ত জয়, ২০২৩ সালে আমি নিজের ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত”

৫০ গোল করেই থামছেন না রোনালদো। এবছর আরও কিছু গোল করার কথা বলার পাশাপাশি সতীর্থ, সমর্থকদের ধন্যবাদও দিয়েছেন আল নাসর তারকা। রোনালদো লিখেছেন, “সতীর্থ, সমর্থক আর আমার পরিবারের অকুণ্ঠ সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এ বছর আরও কিছু গোল করার সুযোগ আছে”

ক্যারিয়ারে এ নিয়ে মোট আটবার এক পঞ্জিকাবর্ষে ৫০ বা এর অধিক গোল করলেন রোনালদো। পর্তুগিজ তারকার উপরে আছেন তারই প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টার এক পঞ্জিকাবর্ষে ৫০ বা এর উপরে গোল করেছেন ৯ বার।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img