২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যু্ক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজন করবে ক্যারিবিয়ানরা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু চূড়ান্ত করেছে সংস্থাটি। এবার জানা গেল, ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যুর নাম।
অ্যান্টিগা, সেন্ট লুসিয়া, বার্বাডোজ, সেন্ট ভিনসেন্ট, ডমিনিকা, ত্রিনিদাদ এন্ড টোব্যাগো ও গায়ানায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো।
টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলো কোথায় হবে, সেটা আইসিসির প্রেস রিলিজে উল্লেখ না থাকলেও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের সুপার এইট ও ফাইনাল আয়োজনে এগিয়ে বার্বাডোজ এবং ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। ফাইনাল হতে পারে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে কিংবা বার্বাডোজের কেনিংটন ওভালে।

ওয়ানডে বিশ্বকাপ শেষ হতে না হতেই আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, তা নিয়েই আইসিসির এখন সব ব্যস্ততা। এর আগে দুই হাজার সাত আর দশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ দলের টুর্নামেন্ট, আয়োজক হিসেবে তাই চ্যালেঞ্জটাও বেশ কঠিন।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পনেরোটা দল এর মধ্যেই চূড়ান্ত হয়েছে। বাকি পাঁচ দলের দুইটা করে আসবে এশিয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই থেকে, অন্যটা আমেরিকা থেকে।
এর আগে দুই হাজার সাত আর দশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক হিসেবে তাই চ্যালেঞ্জটাও বেশ কঠিন।