২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। বুধবার নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজের সাথে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রে ক্রিকেট অতটা জনপ্রিয় না হলেও সেখানকার বাজার ধরতে চায় আইসিসি। এই বিষয়ে সংস্থাটির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, “যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং এই ভেন্যুগুলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া বাজারে আমাদের ছাপ রাখার সুযোগ করে দিয়েছে”
ডালাসের গ্র্যান্ড প্রেইরি ও ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টিতে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। বিশ্বকাপকে সামনে রেখে মাঠ দুটির আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ভেন্যুটি একবারে নতুন। এই মাঠে একসাথে ৩৪ হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবেন।
প্রথমবারের মতো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পেরে দারুণ খুশি নাসাউ কাউন্টি কতৃপক্ষ। ক্লাবটির ব্যবস্থাপক ব্রুস ব্ল্যাকম্যান বলেন, “আইসিসির সঙ্গে সম্মিলিতভাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে নাসাউ কর্তৃপক্ষ উন্মুখ হয়ে আছে। এটা বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট। বিশ্বজুড়ে এক বিলিয়নের বেশি সমর্থক রয়েছে, এই টুর্নামেন্ট এসেনশাওয়ার পার্কে বিশ্বের দর্শকদের আকর্ষণ করবে”
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।