১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘২০২৬ বিশ্বকাপ’ মেক্সিকো থেকে শুরু, নিউজার্সিতে ফাইনাল

- Advertisement -

প্রথমবারের মতো তিন দেশ মিলিয়ে বিশ্বকাপের আয়োজন, ৪৮টি দেশ নিয়ে খেলা; ২০২৬ ফিফা বিশ্বকাপ দেখা মিলতে যাচ্ছে নতুন কিছুর! এখনো দুই বছরেরও বেশি সময় হাতে থাকলেও সোমবার বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা। ২০২৬ সালের ১১ জুন থেকে ম্যাচ চলবে ১৯ জুলাই পর্যন্ত,  উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে এবং ফাইনাল হবে নিউজার্সিতে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে এক অনুষ্ঠানে আগামী বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষনা করা হয়।

প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। তাই সময় এবং ম্যাচ সংখ্যাও বাড়ছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরে। ৩০-৩২ দিনের বদলে টুর্নামেন্ট হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে!

মেক্সিকোর আজকেতা স্টেডিয়াম, এখানেই হবে উদ্বোধনী ম্যাচ

মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে। এই স্টেডিয়ামের আছে গৌরবময় ইতিহাসও। বিশ্বকাপের ইতিহাসে আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর।

১৯৭০ সালে এ স্টেডিয়ামেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল পেলে জিতেছিলেন তাঁর তৃতীয় বিশ্বকাপ। এর ১৬ বছর পর ১৯৮৬ সালে এখানেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ বিশ্বকাপে হবে উদ্বোধনীসহ মোট ৫টি ম্যাচ।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে

টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও আটলান্টা শহরে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। ১৯ জুলাই নিউইয়র্ক শহরের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img