সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ (আইএল টি-২০) থেকে ২০ মাসের জন্য নিষিদ্ধ হলেন আফগানিস্তানের পেসার নাভিন-উল-হক। তরুণ এই পেসারের বিপক্ষে টুর্নামেন্টের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আইএল টি-টোয়েন্টিতে সবশেষ মৌসুমে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন নাভিন। টুর্নামেন্টে দারুণ বোলিং করেছিলেন তিনি। আফগান এই পেসার ৯ ম্যাচে ২৪.৩৬ গড়ে শিকার করেছিলেন ১১ উইকেট। এবারও শারজার হয়ে খেলার কথা ছিল নাভিনের। তবে চুক্তি করতে অস্বীকার জানান আফগান পেসার। আর এ কারণেই নেমে এসেছে তার উপর নিষেধাজ্ঞা। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে তাকে ২০ মাসের জন্য নিষিদ্ধ করেছে আয়োজকরা।
সবশেষ বিশ্বকাপে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন নাভিন। লক্ষ্য ছিল, বেশি বেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা। এর আগে সবশেষ আইপিএলে বিরাট কোহলির সাথে দ্বন্দ্বে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। এবার চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আইএল টি-টোয়েন্টি থেকে হলেন নিষিদ্ধ।
আইএল টি-টোয়েন্টির তিন সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা পেয়েছে। এই কমিটিতে ছিলেন টুর্নামেন্টের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। সেই সঙ্গে সিকিউরিটি এবং দুর্নীতি দমন প্রধান কর্নেল আজম ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সদস্য জায়েদ আব্বাস।