৭ জুন ২০২৩, বুধবার

২৩৭ রানেই অলআউট বাংলাদেশ ‘এ’ দল

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের আনঅফিশিয়াল টেস্টের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ২৩৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন শাহাদাত হোসেন দিপু।

মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে দিন শেষ করে বাংলাদেশ। দিনের শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি ওপেনার জাকির হাসান। তিনে এসে ইনিংস মেরামতের দিকে নজর দেওয়া সাইফ হাসানও শুরুটা করেছিলেন ভালো। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ রান করে ওসাল্ড সিক্লেয়ারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ক্রিজে এসে টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকেন। তিনিও উইকেট বিলিয়ে দিয়ে আসলে অলআউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের। কিন্তু দলের হাল ধরেন দিপু। কিভাবে টেস্ট মেজাজে ব্যাটিং করতে হয় তিনি যেন বাকিদের দেখিয়ে দিলেন। টেস্টের দ্বিতীয় দিনেও তিনি একপ্রান্তে লড়াই করে গেলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ম্যাক এলিস্টারের বলে আউট হওয়ার আগে করেন ৫৮.৮৭ স্ট্রাইকরেটে ১০ চার এবং ২ ছয়ের মারে ১২৪ বলে ৭৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫ উইকেট শিকার করেন কেলভিন জর্ডান। এছাড়াও ২টি করে উইকেট নেন অ্যান্ডারসন ফিলিপ ও ওসাল্ড সিক্লেয়ার। ১টি উইকেট নেন ম্যাক এলিস্টার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img