দুই উইকেটে ১৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। মনে হচ্ছিলো, বড় একটা সংগ্রহ দাঁড় করাবে সফরকারীরা। কিন্তু হয়েছে তার উল্টো তৃতীয় দিনে স্কোরবোর্ডে ১৩৯ রান তুলতে পেরেছে শান মাসুদের দল। অস্ট্রেলিয়ার বোলিং দাপটে ২৭১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ইনিংস শেষে অজিদের লিড ২১৬ রান।
তৃতীয় দিনের শুরুতেই খুররাম শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে ৭ রানে অপরাজিত থাকা শেহজাদ এদিন কোনো রান করার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর বাবর আজমকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ইমাম-উল-হক। বাবর ২১ রান করে মিচেল মার্শের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলে ভাঙ্গে সেই প্রতিরোধ।

এরপর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ১৯৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার পথে ছিল সফরকারীরা। এদিন পাকিস্তান ব্যাটারদের দারুণ পরীক্ষা নিয়েছেন অজি বোলাররা। আগের দিন দুই উইকেট নেওয়া অফ স্পিনার নাথান লায়ন এদিন পেয়েছেন আরও একটি উইকেট।
পাকিস্তান শেষ পর্যন্ত ২৭১ রান পর্যন্ত করতে পেরেছে ইমামের (৬২), সৌদ শাকিলের (২৮) ও আঘা সালমানের (২৮) রানের কল্যাণে।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট শিকার করেছেন নাথান লায়ন। দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। একটি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড, মিচেল মার্শ ও ট্রাভিস হেড।