১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

২৯ দিন পর জয়ের দেখা পেল ইংল্যান্ড

- Advertisement -

প্রথম ইনিংসে ইংল্যান্ড যখন ১৯২ রানে ৬ উইকেট হারায়, তখনও ভালো কিছুর আশা ছিল নেদারল্যান্ডসের। কিন্তু বেন স্টোকস (১০৮) আর ক্রিস ওকসের (৫১) ১২৯ রানের জুটি আশাকে রুপ দিয়েছে নিরাশায়। স্কোরবোর্ডে ৩৩৯ রান তোলার পর ইংল্যান্ড প্রায় নিশ্চিতই ছিল, কোনো অঘটন না ঘটলে এই ম্যাচ তারাই জিততে যাচ্ছে। কত জলদি জেতে, সেটারই অপেক্ষা ছিল বরং।

জস বাটলারের দলকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৩৭.২ ওভার, ১৭৯ রানেই অলআউট নেদারল্যান্ডস; ইংল্যান্ডের ১৬০ রানের বড় জয়। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৪১* রানের ইনিংস খেলেছেন তেজা নিদামানুরু। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে এসেছে ৩৮ রান, ওপেনার ওয়েসলি বারেসি করেছেন ৩৭। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মঈন আলী এবং আদিল রশিদ।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেল ইংল্যান্ড, মাঝে পেরিয়েছে ২৯ দিন। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্টস তালিকার দশ নম্বর থেকে সাতে উঠে এসেছে জস বাটলারের দল, বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়নস ট্রফি খেলার আশা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img