১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

৩০০-৩৫০ রান তাড়া করার মতো আমাদের ব্যাটিং লাইন আপ আছে: জালাল

- Advertisement -

এবারের বিশ্বকাপের ম্যাচগুলোতে বড় রান হতে পারে। যার প্রমাণ পাওয়া গেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলোতে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা ভালো করছেন না। তবে ৩০০-৩৫০ রান তাড়া করার মতো ব্যাটিং লাইন আপ টাইগারদের আছে বলে মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

বৃহস্পতিবার তিনি বলেন, “উই আর ক্যাপাবল, আমাদের তো ব্যাটিং লাইন আপ খুবই ভালো। আমাদের যদি ৩০০-৩৫০ করতে হয়, তাড়া করার মতো ব্যাটিং লাইন আপ আছে। সবাই তো আর স্কোর করবে না, ৪-৫ জন অথবা দুটি বড় জুটি হলেই তো হয়ে যায়। যদি আমাদের বড় টার্গেট তাড়া করতে হয়। তাহলে আমার মনে হয়, একটা ভালো জুটি দরকার, মাঝখানে একটা বা সামনের দিকে একটা বড় জুটি থাকলে ভালো। অবশ্যই আমরা বড় রান তাড়া করতে পারব”

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস

দেশের জার্সি গায়ে জড়ালেই সাকিব আল হাসানদের মাথায় শুধু জয় কাজ করে। তাছাড়া অন্যকিছু কাজ করে না। এছাড়াও বাইরের কোনো ঘটনা তাওহীদ হৃদয়-মেহেদী হাসান মিরাজদের প্রভাবিত করে না বলে মনে করেন জালাল।

তিনি বলেন, “ওরা যখন জার্সি পড়ে, কোনো টুর্নামেন্টে যখন ঢুকে যায়, মাথার মধ্যে আর কোন চিন্তা থাকে না। তারা খুবই একতাবদ্ধ। তাদের লক্ষ্য থাকে ম্যাচ জেতার জন্য, খেলার জন্য। তাই ওদের কোন কিছু প্রভাবিত করে না”

বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের আসর। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা বিশ্বকাপের মিশন শুরু করবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img