অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩১৩ রান সংগ্রহ করেছে পাকিস্তান। শান মাসুদের দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেছেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়াও আমের জামাল খেলেছেন ৮২ রানের দারুণ ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট শিকার করেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের উইকেট হারায় পাকিস্তান। দুই ওপেনারই রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে ফিরেছেন। এরপর বাবর আজমের সাথে অধিনায়ক শান মাসুদ দলের হাল ধরার চেষ্টা করেন। বাবর ২৬ রান করে কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরলে ভাঙে ৩৫ রানের জুটি। তেমন কিছু করতে পারেননি সৌদ শাকিল।

উইকেটে আসার পর মাসুদকে সাথে নিয়ে জুটি গড়ার দিকে মনোযোগ দেন রিজওয়ান। ৩৫ রান করে পাকিস্তান অধিনায়ক প্যাভিলিয়নে ফিরলে ভাঙে ৪৯ রানের জুটি। এদিন দারুণ ব্যাটিং করেছেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন আঘা সালমান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। সালমান ফিরেছেন ৫৩ রান করে। তবে রিজওয়ান ফিরেছেন সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে। শতক থেকে ১২ রান দূরত্বে থেমেছেন তিনি।
এরপর লোয়ার অর্ডারের ব্যাটারের নিয়ে দারুণ লড়াই করেছেন পেসার আমের জামাল। খেলেছেন ৮২ রানের দুর্দান্ত ইনিংস। ৪৩ বলে অপরাজিত ৭ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মীর হামজা।

অস্ট্রেলিয়ার হয়ে ৫টি উইকেট শিকার করেছেন প্যাট কামিন্স। দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। একটি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।