২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড

- Advertisement -

ম্যাচে কতো ঘটনাইতো ঘটে, মুহুর্তে পাল্টে যায় মুদ্রার পিঠ। পুনেতে সিরিজের ২য় ওয়ানডেতে ৩৩৬ রান করেও ইংল্যান্ডের কাছে পাত্তা পায়নি ভারত, ইংলিশদের জয় ৬ উইকেট এবং ৩৯ বল হাতে রেখে। ভারতের বিপক্ষে রেকর্ড রান তাড়ার লক্ষ্যে শুরু থেকেই ইংল্যান্ড খেলেছে পজিটিভ ক্রিকেট, কাউন্টার অ্যাটাকে নাজেহাল হয়েছে ম্যান ইন ব্লুজ।

ইনিংসের শুরুতে রোহিত-ধাওয়ানকে হারিয়ে বিপদে পড়ে ভারত। কোহলির ব্যাটে পরবর্তীতে ঘুড়ে দাঁড়ায় স্বাগতিকরা। ৩ নম্বর পজিশনে কোহলির রান এখন ১০ হাজারের বেশি, কোনো নির্দিষ্ট পজশিনে দ্বিতীয় সর্বোচ্চ। তালিকার প্রথম নাম রিকি পন্টিং। কোহলি সেঞ্চুরিতেও আছেন পন্টিংয়ের পেছনে।

হতাশা

কোহলিকে ছাপিয়ে ভারতীয় ইনিংসের নায়ক রাহুল, করেছেন সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ব্যর্থতায় একাদশ থেকে জায়গা হারিয়েছিলেন, জবাবটা দিলেন ওয়ানডেতে। পন্থ ৪০ বলে করেছেন ৭৭, পান্ডিয়ার সঙ্গে মিলে যোগ করেছেন ৫৬ বলে ১১২।

প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পরেও হেরেছিল ইংল্যান্ড, দ্বিতীয় ওয়ানডেতেও আবার দারুণ শুরু, তবে ইংল্যান্ড খেই হারায়নি।  রয়, বেয়ারস্টো মিলে ১ম উইকেটে ১১০, রয় হয়েছেন রান আউট। ৩ নম্বরে স্টোকসের ৫২ বলে ৯৯। ৭৬-৯৯ এই সময়ে স্টোকসের সব রান এসেছে বাউন্ডারি থেকে, বেয়ারস্টো করেছেন ১২৪।

বেন স্টোকস

মাঝে ম্যাচে যোগ হয়েছে টুইস্ট, ১০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। ওয়ানডে ইন্ডিয়ার বিপক্ষে বাটলারের পরিসংখ্যান গড়পড়তাও না, ১৫ ইনিংসে গড় ২১.০৬। শুক্রবার আউট হয়েছেন ৩ বলে ০ করে। ম্যাচের ফিনিশিং টাচটা দিয়েছেন মালান, লিয়াম। ইংল্যান্ডের জয় ৬ উইকেটে।

শুক্রবার সকালে বাংলাদেশ দলকে হোয়াইটওয়াশের পর বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ছিল পয়লা নাম। তবে ইন্ডিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে নিট রান রেটের হিসেবে অস্ট্রেলিয়াকে টপকে গেছে ইংল্যান্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img