৭ জুন ২০২৩, বুধবার

৩৪৫ রানে অলআউট ক্যারিবিয়ানরা

- Advertisement -

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসে ২৩৭ রানের জবাবে ৩৪৫ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা। তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংস শেষে ১০৮ রানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।

প্রথম ইনিংসে ২৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন শাহাদত হোসেন দিপু্। দলের বাকি ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে একাই ব্যাট হাতে লড়েছেন এই ব্যাটার। এছাড়াও অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব করেন ৩৭ রান।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৪৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার কির্ক ম্যাকেঞ্জি করেন সর্বোচ্চ ৯১ রান। এছাড়াও উইদেস কার্থি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান। ৪৭ রান করে অপরাজিত থাকেন উইকেট কিপার ব্যাটার জশুয়া সিলভা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়াও ২টি উইকেট নিয়েছেন সাইফ হাসান। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, তানভীর ইসলাম ও নাঈম হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বিনা বিনা উইকেটে ৭ রান করেছে বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img