২৭ জুলাই ২০২৪, শনিবার

৩৬ এ পা রাখলেন রোনালদো

- Advertisement -

ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে অনেক ফুটবলারই নিজের বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও দাপটের সাথে মাঠ শাসন করছেন,সবুজ গালিচায় রোনালদোর পায়ের জাদু দেখতে মাঠে আর টেলিভিশনের পর্দায় চাতক পাখির মতো বসে থাকেন ফুটবল ভক্তরা। রোনালদো আছে বলেই এখনও ভোর হয়, সূর্যটাও ঠিকই পূর্ব দিকে ওঠে, শিশির জমে ঘাসের ডগায় ৷ রোনালদো আছে বলেই ঝড় হয় অঝোর ধারায় বহে বৃষ্টি, ফোটে ফুল। রোনালদোর গতি ম্যানচেস্টার-মাদ্রিদ হয়ে তুরিনোতে গিয়ে ঠেকে।

এ বয়সেও যে গতিতে এগিয়ে যাচ্ছেন তাতে কোথায় থামবেন রোনালদো? পাঁচ  বারের ব্যালন দ্যা’অর জয়ী এ তারকা খেলতে চান আরো অনেক বছর। ছন্দের ধারাবাহিকতা ধরে রেখে পাওয়া না পাওয়ার অনেক হিসেব মেলাতে চান এ পর্তুগিজ তারকা,

 

সি’আর সেভেন যতোদিন মাঠে থাকবেন ফুটবল তো ততোই সমৃদ্ধ হয়ে উঠবে। অল-রাউন্ডারের পক্ষ থেকে রোনালদোর জন্য শুভ কামনা, শুভ জন্মদিন ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img