১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

৩৯৯ রানে থামল ভারত

- Advertisement -

ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির পর মিডল অর্ডার ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রানের ইনিংস খেলেছেন আইয়ার। অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ৪০০ রান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ১৬ রানের মাথায় রুতুরাজ গাইকোয়াডকে হারায় তারা। জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরেন এ ওপেনার। এরপর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন আইয়ার। তাকে যোগ্য সঙ্গ দেন গিল।

উইকেট থেকে সুবিধা আদায় করতে পারেননি হ্যাজলউডরা। গিল-আইয়ার দুজনে এদিন টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন। অস্ট্রেলিয়ান বোলারদের কোনো পাত্তাই দেননি তারা। একের পর এক বাউন্ডারি মেরেছেন দুই ডানহাতি ব্যাটার। ৪৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন আইয়ার, গিলের লেগেছে  বল। সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি আইয়ার। শন অ্যাবোটের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৯০ বলে ১১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০৫ রান। তার আগে গিলকে সাথে নিয়ে গড়েছেন ১৬৪ বলে ২০০ রানের জুটি।

আইয়ার ফেরার পর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন গিল। ক্যামেরন গ্রিনের বলে ক্যারিকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৯৭ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেছেন ১০৪ রান। এরপর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন লোকেশ রাহুল। ৩৫ বলে ফিফটি তুলে নেন তিনি। গ্রিনের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৩৮ বলে ৩ বাউন্ডারি ৩ ছক্কায় ৫২ রান।

টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন সূর্য কুমার যাদব। মাত্র ২৪ বলে ফিফটি করেন ডানহাতি এ মারকুটে ব্যাটার। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৭২ রান করে অপরাজিত থাকেন সূর্য।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ ওভারে ১০৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ক্যামেরন গ্রিন। একটি করে উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড, শন অ্যাবোট ও অ্যাডাম জাম্পা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img