২৭ জুলাই ২০২৪, শনিবার

৩৯ বছর পর এফএ কাপের সেমিতে লেস্টার সিটি

- Advertisement -

৩৯ বছর পর এফএ কাপের সেমিফাইনালে লেস্টার সিটি।কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ঘরের মাঠে রেড ডেভিলদের বিপক্ষে লেস্টারের জয় ৩-১ গোলে।

কিং পাওয়ার স্টোডিয়ামে কেলাচি ইহেনাচোর গোলে চব্বিশ মিনিটেই লিড নেয় লেস্টার, এগিয়ে যাওয়ার পর সফরকারীদের সমতায় ফেরান মেসন গ্রিনউড। ইউরি টিলেমানসের গোলে ৫২ মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও আর গোল করতে পারেনি ম্যান ইউ। উল্টো ৭৮ মিনিটে গোল করে লেস্টারের জয় নিশ্চিত করেন ইহেনাচো।

১৯৮২ সালের পর প্রথমবার এফএ কাপের সেমিফাইনাল খেলবে লেস্টার সিটি। । প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড তিনবারের দেখায় এবারই প্রথম লেস্টারের বিপক্ষে হারলো।

লেস্টারের মাঠে হেরে চলতি মৌসুমে, প্রতিপক্ষের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের অপরাজিত থাকার রেকর্ডেরও সমাপ্তি ঘটলো। সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ২৯ ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে হেরেছে ওলে গানার সুলশারের দল। শুধুমাত্র অ্যাওয়ে ম্যাচ হিসেবে রেড ডেভিলরা সবশেষ গত বছরের জানুয়ারিতে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল।

ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের শেষ চারের লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি ও ম্যানচেষ্টার সিটি। অন্যদিকে ফক্সদের লড়াই সাউথহ্যাম্পটনের বিপক্ষে। দুটি সেমি ফাইনাল ম্যাচই ১৭ এপ্রিল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img