১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

৪১০ এর পরেও ভারতের তিন রানের আক্ষেপ!

- Advertisement -

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪১০ রান করেছে ভারত। তবে স্বাগতিক দর্শকরা একটু মন খারাপ করতেই পারে, আর মাত্র তিন রানের জন্য যে ছোঁয়া হলো না বিশ্বকাপে তাদের সর্বোচ্চ রানের সংগ্রহকে। ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল ভারত। যা বিশ্বকাপে দলটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন রোহিত শর্মা ও শুবমান গিল। শুরু থেকেই ডাচ বোলারদের উপর চড়াও হয়ে খেলেছেন তারা। রোহিতের তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন গিল। ৩০ বলেই ফিফটির দেখা পেয়ে যান বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা ব্যাটার। তবে ফিফটি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি গিল। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৩২ বলে ৫১ রান।

আরেক ওপেনার রোহিতও পেয়েছেন ফিফটির দেখা। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৬১ রান। স্বাগতিকদের প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশের উপরে রান করেছেন। বিরাট কোহলির খেলেছেন ৫৬ বলে ৫১ রানের ইনিংস।

তবে আলাদা করে বলতেই হয় শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের কথা। উইকেটে আসার পর দুজনেই দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন আইয়ার-রাহুল। দুজনেই ব্যাট করেছেন টি-টোয়েন্টি সুলভ মেজাজে। ৮৪ বলে শতকের দেখা পেয়ে যান তিনি। চলমান বিশ্বকাপে দুবার সত্তরের উপরে রান করলেও সেঞ্চুরি করতে পারেননি আইয়ার। তবে এবার আর ভুল করেননি তিনি। ৯৪ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি।

আরেক ব্যাটার লোকেশ রাহুলও পেয়েছেন শতকের দেখা। চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এবার পেলেন সেঞ্চুরির দেখা। ৬২ বলে শতক পূর্ণ করেন রাহুল। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০২ রান করে থামেন তিনি।

১০ ওভারে ৮২ রান খরচ করে দুই উইকেট শিকার করেন বাস ডি লিড। একটি করে উইকেট নেন পল ফন মিকেরেন ও রোয়েলফ ফন ডার মারওয়ে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img