৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

জয়ের জন্য বাংলাদেশের দরকার ৪৩৭ রান

- Advertisement -

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলো-অন করানোর সুযোগ পেলেও করায়নি শ্রীলঙ্কা। ২৪২ রানের লিড আরও বাড়িয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেওয়ার অভিযানে চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা, লংকানদের সেই অভিযান সফল হয়েছে। জয়ের জন্য বাংলাদেশকে ৪৩৬ রানের পাহাড় টপকাতে হবে।

চতুর্থ দিনে আগ্রাসী ব্যাটিংয়ে ৫৯ বলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে। তাইজুলকে চার মেরে ক্যারিয়ারের ২৬ তম ফিফটি করেন তিনি। দিনের শুরু থেকেই করুণারত্নে খেলছেন হাত খুলে, বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন ওভার বাউন্ডারিও। সাইফ হাসানের বলে আউট হওয়ার আগে ৬৬ রানের ইনিংস খেলে লংকান অধিনায়ক।

চতুর্থ দিনের সপ্তম ওভারেই স্বস্তি এনে দেন তাইজুল ইসলাম। তার ফ্লাইট ডেলিভারিতে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিতে বাধ্য হন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস।

লাঞ্চ থেকে ফিরেই প্রথম ওভারে তাসকিন ফেরান সেট ব্যাটসম্যান নিরোশান ডিকওয়ালাকে। শরীর লক্ষ্য করে বাউন্স দিয়েছিলেন তাসকিন; দ্রুত রান তোলার লক্ষ্যে স্কয়ার লেগে উড়িয়ে মারেন ডিকওয়ালা। ব্যক্তিগত ২৩ রানে ধরা পড়েন তাইজুলের হাতে।

প্রথম সেশনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। তারপরও থামেনি লঙ্কানদের রানের চাকা। ৪৩৬ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। টেস্ট বাঁচাতে হলে টাইগার ব্যাটসম্যানদের কঠিন ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে মাঠে ।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img