২০ জানুয়ারি ২০২৫, সোমবার

৪৪ রানেই শেষ নেদারল্যান্ডসের ইনিংস

- Advertisement -

টসে হেরে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস; প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথে আগের  দুই ম্যাচেই অর্ধশতক তুলে নেয়া ম্যাক্স ও’ডওড। কথিত আছে, দিনের শুরুটাই নাকি বলে দেয় দিনটা কেমন যাবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রেও হয়েছে তাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন রান সংগ্রহ করেছে ডাচরা। মাত্র ৪৪ রানেই হারিয়েছে সবকটি উইকেট; খেলতে পেরেছে মোটেই দশটা ওভার। বিশ্বকাপ টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানে অলআউট হওয়া দলটাও নেদারল্যান্ডসই। ২০১৪ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রামে মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিলো ডাচদের ইনিংস।

Sri Lanka celebrate the dismissal of Max O'Dowd, Netherlands vs Sri Lanka, T20 World Cup, Sharjah, October 22, 2021
প্রথম ওভারেই এসেছে উইকেট

অথচ, টুর্নামেন্টের শুরুতেই ফেভারিটের তকমা নিয়েই বিশ্বকাপে এসেছিল রায়ান টেন ডেসকাটরা। কিন্তু, বাস্তবতা ডাচদের দেখিয়েছে ভিন্ন এক রুপ। প্রথম ওভারেই উইকেট হারানো নেদারল্যান্ডস পাওয়ারপ্লেতে হারিয়েছে আরো ৫টি উইকেট।

অলআউট হওয়ার পূর্বে কলিন অ্যাকারমেনের ১১ এবং বেন কুপারের ১০ রানের সৌজন্যে কোনোরকমে স্কোরবোর্ডে তুলতে পেরেছে ৪৪ রান। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং লাহিরু কুমারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img