১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

৫০ বছরের রেকর্ড ভাঙল কঙ্গো, লিভারপুলে বসে দেখলেন সালাহ

- Advertisement -

৫০ বছর পর আফ্রিকান নেশনস কাপে জয়ের দেখা পেল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। প্রথমবারের মতো টাইব্রেকারে রেকর্ড ৭বারের চ্যাম্পিয়ন মিশরকে ৮-৭ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল দলটি। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন, তাই নিজ ক্লাব লিভারপুলে বসেই মিশরীয়দের হার দেখতে হলো মোহাম্মদ সালাহকে।

সান পেদ্রোয় অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে খেলা সমতায় থাকার পর ফলাফল বের করে আনতে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হয়। এতেও ফল না এলে খেলা গড়ায় টাইব্রেকারে। রুদ্ধশ্বাস এই ম্যাচে অবশেষে শেষ হাসিটা হেসেছে কঙ্গো। ম্যাচের শুরুতেই ৩৭ মিনিটে এলিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কঙ্গো। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোস্তফা মোহাম্মদের গোলে সমতায় ফিরে আসে মিশর।

দ্বিতীয়ার্ধে গোল পেতে দুই দল আপ্রাণ চেষ্টা করেও সফল হয়নি। এমনকি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালেও গোল করতে ব্যর্থ হয় মিশর ও কঙ্গো। খেলার ১২০ মিনিটেও সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। টাইব্রেকারে ৮-৭ গোলের জয়ে মিশরকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে কঙ্গো। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ গিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img