১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

৫ মিনিটে ২ গোল; লা লিগায় এগিয়ে আতলেতিকো

- Advertisement -

ওসাসুনার সাথে আতলেতিকো মাদ্রিদের অবিশ্বাস্য জয়ের রাতে আথলেতিক বিলবাওকে এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮১, সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৮৩। একই রাতে সেলতা ভিগোর সাথে ১-২ গোলে হেরেছে বার্সেলোনা।

ছবি: টুইটার

ওসাসুনার সাথে হোম ম্যাচে ৮১ মিনিট পর্যন্ত পিছিয়েই ছিলো আতলেতিকো। ৭৫ মিনিটে ওসাসুনার টপ স্কোরার আন্তে বুদিমিরের গোলে পিছিয়ে পরেছিলো “ছোট মাদ্রিদ”। স্বাগতিদের ম্যাচে ফেরায় রেনান লোদি, ৮২ মিনিটে। তার ৫ মিনিট পরেই রিয়ালের আশার বেলুনকে চুপসে দিয়েছেন লুইস সুয়ারেজ। ৮৮ মিনিটে সুয়ারেজের গোলে লা লিগার টপ স্পট ধরে রেখেছে আতলেতিকো।

ছবি: টুইটার

পয়েন্ট খোঁয়ানোর সুযোগ নেই, পূর্ণ পয়েন্টেও নিশ্চয়তা নেই; রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হতো যেন আতলেতিকো পয়েন্ট হারায়, সাথে নিজেদের তো জিততেই হবে!! তবে সব সমীকরণ বিধাতা মিলিয়ে দেননি। ক্লাব ফুটলেরই সফলতম দলটার ৩ পয়েন্টের ভাগ্য বিধাতা হয়েছেন ডিফেন্ডার নাচো, তার গোলেই লা লিগার চ্যাম্পিয়নশিপ রেস বাঁচিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ, রিয়াল-বিলবাও ম্যাচের একমাত্র গোলটা ৬৩ মিনিটে। 

ছবি: টুইটার

একইরাতে সেলতা ভিগোর সাথে হেরেছে বার্সেলোনা। ২৮ মিনিটে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লিয়োনেল মেসি। তার দশ মিনিট পরেই সানতি মিনার গোলে সমতায় ফেরে সেলতা। কিন্তু ৮৩ মিনিটে ক্লেঁমে লংলের লাল কার্ডে বদলে যায় ম্যাচের হাওয়া, সেই হাওয়া ঝড় হয়ে আসে ৮৯ মিনিটে। দ্বিতীয় গোলে বার্সার মাঠ থেকে জয় ছিনিয়ে নেয় সেলতা ভিগো।

শেষ ম্যাচেডেতেই এখন নির্ধারিত হবে লা লিগার চ্যাম্পিয়নশিপ। রেসে দুই মাদ্রিদ, হিসেবটাও সহজ। জিতলেই চ্যাম্পিয়ন আতলেতিকো। আর যদি আতলেতিকো ড্র করে এবং রিয়াল জেতে, তাহলে সমান পয়েন্ট নিয়েও হেড টু হেডে লিগ জিতবে রিয়াল মাদ্রিদ। আবারো অপেক্ষার পালা, রিয়াল ভক্তদের প্রার্থনা আর ২৩মের অপেক্ষা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img