১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

৭ গোলের ম্যাচে বায়ার্ন মিউনিখের দারুণ জয়

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের হয়ে গোল করেছেন হ্যারি কেইন, লেরয় সানে, সার্জ গ্যানাব্রি ও ম্যাথিস তেল।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। ২৮ মিনিটে ম্যাচের প্রথম গোল পেয়ে যায় বায়ার্ন। লেরয় সানের শট অবিশ্বাস্যভাবে আন্দ্রে ওনানাকে ফাঁকি দেয়। প্রথম গোল পাওয়ার পর জেগে ওঠে স্বাগতিকরা। ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন সার্জ গ্যানাব্রি। গোল পরিশোধের চেষ্টা করেছিল মার্কাস রাশফোডরা। তবে গোলের দেখা পায়নি তারা। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় এরিক টেন হাগের দল। ম্যানইউয়ের জার্সিতে প্রথম গোলটি পেয়ে যান রাসমাস হয়লুন্দ। বায়ার্নের বক্সের ভিতর রাশফোডের সাথে বল দেওয়া নেওয়া করে গোল করেন তিনি। তাতেই ম্যাচে ফেরার আশা করছিলেন ম্যানইউ সমর্থকরা। উল্টো তাদের হতাশ করে আরও একটি গোল করে বায়ার্ন। ৫৩ মিনিটে বক্সের ভিতরে ক্রিশ্চিয়ান এরিকসেনের হাতে বল লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হ্যারি কেইন।

৬৫ মিনিটে সানের শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়াতে পারেনি বায়ার্ন। ৭৬ মিনিটে চুপো মোতিংয়ের শট ঠেকিয়ে দেন ওনানা। ৩ মিনিট পর কিংসলে কোম্যানকেও হতাশ করেন তিনি।

৮০ মিনিটে হয়লুন্দকে তুলে মার্শিয়ালকে মাঠে নামায় টেন হাগ। এর ৮ মিনিট পর ব্যবধান কমায় ম্যানইউ। অসাধারণ গোল করে রেড ডেভিলদের লড়াইয়ে ফেরান ক্যাসেমিরো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ম্যাথিস তেল গোল করে সেই আশা শেষ করে দেন। নাটকের তখনও বাকি ২ মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের ফ্রি কিক থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো। তবে শেষ পর্যন্ত ৪-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। এরিক টেন হাগের দল ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ইউনাইটেড ইতিহাসে ১৯৭৮ সালের পর এই প্রথম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img