১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

‘৮’ বারেও জয়ের দেখা মিলল না, পাকিস্তানের ঝুলিতে কেবলই হতাশার গল্প!

- Advertisement -

শুরুটা দারুণ করেও ব্যাটিংয়ে ব্যর্থতা, বোলারদের অবিশ্বাস্য কিছুই করতে না পারা; ওয়ানডে বিশ্বকাপের আটবারের দেখায় আটবারই বিফলতার গল্প লিখল পাকিস্তান। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ১৯১ রান করার পর ৭ উইকেটের পরাজয়, রোহিত শর্মার দল ম্যাচ জিতেছে ১১৭ বল হাতে রেখেই। বাবর আজমদের পারফর্ম্যান্সের এক টুকরো ছবি বোধহয় ফুটে ওঠে এতোটুকুতেই।

ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক কথা বলেন নিয়ম করে, শুরুতেই কথা বলেছেন পাকিস্তানি অধিনায়ক; চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট। “কেনো এমন হার?” উত্তরে বাবর বললেন, “আমরা শুরুটা ভালো করেছিলাম, দারুণ পার্টনারশিপ হয়েছিল। হঠাৎ করেই ব্যাটিং কল্যাপ্স করল। আমাদের টার্গেট ছিল ২৮০-২৯০ রান করা কিন্তু নতুন বলে আমরা সেটা করতে পারিনি। এরপর উইকেটও নিতে পারিনি”

হতাশ হলেও বাবর করেছেন রোহিত শর্মার প্রশংসা। অপরদিকে, রোহিত এসে শুধুই নিজ দলের প্রশংসা করলেন, “আমাদের বোলারড়া দারুণ করেছে। এই পিচে ১৯২ রান আমাদের জন্য সহজ টার্গেট ছিল। অধিনায়ক হিসেবে আমিও আমার কাজটা ঠিকঠাক করে গেছি। অতীতে আমরা কি করেছি তা নিয়ে ভাবছি না, আমরা সামনের দিকে এগুতে চাই”

রোহিত শর্মার ৬৩ বলে ৮৬, শ্রেয়াস আইয়ারের অপরাজিত ৫৩ রানের ইনিংসের পরও ভারত-পাকিস্তান ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন জাসপ্রিত বুমরাহ। এই পেসার ৭ ওভার বল করে ৩৩টা ডট দিয়েছেন, পেয়েছেন ২ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img