বর্তমান চ্যাম্পিয়ন হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই শুরু করবে এমন স্বপ্নই বুনেছিল টাইগার যুবারা। কিন্তু, সেই স্বপ্নপূরণের পথে বড়সড় এক ধাক্কাই খেয়েছে টাইগাররা, টসে জিতে ব্যাটিং করা বাংলাদেশ অলআউট ৯৭ রানেই; খেলতে পারেনি ৪০ ওভারও। দলের পক্ষে ৫ চার এবং ১ ছয়ে সর্বোচ্চ ৩৩* রান করেছেন শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নামা রিপন মন্ডল, মাত্র ১৬ রানেই ৪ উইকেট নিয়েছেন জসুয়া বয়ডেন।
A horror start for the defending champions!
England have reduced Bangladesh to 51 for 8 😱https://t.co/0FT0ohBZpE #U19CWC pic.twitter.com/AFKrbTtzn2
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 16, 2022
পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারেই নেই ৪ উইকেট, রান মোটে ১০! আইচ মোল্লাহ তখন ১ রানে অপরাজিত, তার ব্যাটের দিকে তাঁকিয়ে পুরো দল। ডানহাতি এই ব্যাটসম্যান ভালোই খেলছিলেন, কিন্তু আশিকুর জামান ৯ রানে ফিরে গেলে আইচও পিচে আর পারেননি থিতু হতে, সাজঘরে ফেরার আগে করেছেন ১৩ রান। দলীয় ৩১ রানে ৬ ব্যাটসম্যান ড্রেসিংরুমে, ৫১ তে ৮! অষ্টম উইকেট হিসেবে ১৪ রানে প্যাভিলিয়নে মেহরাব হাসান।
এরপরেও বাংলাদেশ স্কোরবোর্ডে যেই ৯৭ রান তুলতে পেরেছে সেটা স্পিনার নাইমুর নয়নের ১১ এবং পেসার রিপন মন্ডলের ৩৩* রানের ইনিংসে ভর করে। ইংল্যান্ডের হয়ে জসুয়া বয়ডেন নিয়েছেন ৪ উইকেট, থমাস আসপিনওয়াল ২টি। বাংলাদেশের হয়ে দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন মোটে চারজন, বাকি সাত ব্যাটসম্যান মিলে করেছেন ২১ রান।