১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন রোনালদো

- Advertisement -

সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তাই অনেকেই ভেবেছেন কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিবেন পর্তুগিজ তারকা। তবে রোনালদো জানিয়েছেন বিশ্বকাপের পর তিনি অবসরে যাচ্ছেন না। পর্তুগালের হয়ে খেলতে চান আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।

মঙ্গলবার পর্তুগাল ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন। সেখানেই কথা বলতে গিয়ে রোনালদো নিজের অবসরের ভাবনা জানান।

 “আমি পর্তুগাল ফুটবল ফেডারেশনের সাথে আরও কয়েক বছর থাকতে চাই। আমি এখনো অনুপ্রাণিতবোধ করি। আমার লক্ষ্য অনেক দূর। আমি এমন একটা টিমের সাথে খেলছি যেখানে অনেক তরুণ ফুটবলার রয়েছে। আমি এই বিশ্বকাপটা খেলতে চাই এবং সামনের ইউরোতেও পর্তুগালের প্রতিনিধিত্ব করতে চাই।“

পর্তুগালের জার্সিতে রোনালদোর অভিষেক হয় ২০০৩ সালে। ৩৭ বছর বয়সী এই ফুটবলার তার ১৯ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ১৮৯ টি ম্যাচ খেলে গোল করেছেন ১১৭ টি। আন্তর্জাতিক ফুটবলে এটি কোন ফুটবলারের সর্বোচ্চ গোলের সংখ্যা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img