১ মে ২০২৪, বুধবার

অসম্ভবকে ‘সম্ভব’ করতে পারবে কি লিভারপুল?

- Advertisement -

ইউয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম লেগে অ্যানফিল্ডে আতালান্তার কাছে ৩-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে ৪-০ গোলে জিততে হবে মোহামেদ সালাল-আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের। যা অনেকটাই কঠিন অলরেডদের জন্য। তবে দলটা লিভারপুল বলেই আগেই নির্দিষ্ট করে কোনো কিছু বলা যাচ্ছে না। যে দলে দারউইন নুনিয়েজ-দিয়োগো জোতা-কোডি গ্যাকপোর মতো তারকা ফুটবলার আছে তারা যেকোনো সময় যেকোনো কিছু ঘটাতে পারে।

তবে লিভারপুলের সাম্প্রতিক ফর্মের কারণে বড় কিছুর আশা করতে পারছেন না সমর্থকরা। টানা তিন ম্যাচ ধরে জয়হীন ইয়ুর্গেন ক্লপের দল। লিগে সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা রেসেও পিছিয়ে পড়েছে। মৌসুম শেষে লিভারপুলের দায়িত্ব ছাড়তে যাওয়া ক্লপকে শিরোপা জিতেই বিদায় দিতে চায় ভার্জিল ফন ডাইকরা।

সময়টা ভাল যাচ্ছে না লিভারপুলের লিগে সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে তারা

ইউরোপা লিগের দুই লেগেই জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আতালান্তা। ২০২১-২২ মৌসুমে শেষ ষোলোতে বায়ার লেভারকুসেনকে দুই লেগেই হারিয়েছিল দলটি। অন্যদিকে ১৯৯৮-৯৯ মৌসুমে শেষ ষোলোর দুই লেগেই সেল্টা ভিগোর কাছে হেরেছিল লিভারপুল।

তবে ঘরের মাঠে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে আতালান্তার পরিসংখ্যান খুব একটা ভাল না। ২০১৭ সালে সবশেষ এভারটনের বিপক্ষে জিতেছিল দলটি। এরপর আর কোনো ইংলিশ প্রতিপক্ষকে ঘরের মাঠে হারাতে পারেনি আতালান্তা।

অন্যদিকে ইউরোপা লিগের আলাদা আলাদা ম্যাচে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে বায়ার লেভারকুসেন। এসি মিলানের প্রতিপক্ষ রোমা। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

প্রথম লেগ শেষে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে লেভারকুসেন। অন্যদিকে ১-০ গোলে পিছিয়ে থেকে রোমার মাঠে খেলতে নামবে এসি মিলান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img