১৭ এপ্রিল ২০২৪, বুধবার

অস্ট্রেলিয়া থেকে ‘বিতাড়িত’ সেই জোকোভিচের অপেক্ষায় দুবাই

- Advertisement -

অবশেষে বছরের শুরুর ‘অস্ট্রেলিয়ান ওপেন’ বিভীষিকা কাটিয়ে আবারো টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। চলমান ‘অস্ট্রেলিয়ান ওপেনে’ অংশ নিতে না পারলেও দুবাইয়ের ‘ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন টেনিসের এই সার্বিয়ান তারকা। করোনার ভ্যাকসিন না নেওয়ায় অস্ট্রেলিয়ান সরকার অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নেয়ার অনুমতি না দিলেও দুবাইয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিতে তাঁর কোন বাধা নেই বলেই জানিয়েছে টুর্নামেন্টের চিফ এক্সিকিউটিভ কলম ম্যাকলাফলিন।

“আমরা দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপের ৩০তম বছর উদযাপন করতে যাচ্ছি। দ্বাদশবারের মতো দুবাইয়ে নোভাককে পেতে যাচ্ছি বলে আমরা অত্যন্ত খুশি”- এক বিবৃতিতে ম্যাকলাফলিন   

এর আগে দুবাইয়ের এই টুর্নামেন্টে ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৩ ও ২০২০ সাল মিলিয়ে মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবারের আসরের জন্যও জোকোভিচকে শুভ কামনা জানিয়ে ম্যাকলাফলিন বলেন, “তিনি ষষ্ঠবারের মতো ট্রফি জিততে এখানে আসবেন। আমরা তাঁকে শুভ কামনা জানাচ্ছি।”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img