২ মে ২০২৪, বৃহস্পতিবার

অ্যানফিল্ডে জয় দিয়ে শুরু করেছে লিভারপুল

- Advertisement -

শনিবার প্রিমিয়ার লিগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দিয়েগো জোতা এবং সাদিও মানের গোলে ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা। দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো জুর্গেন ক্লপের দল।

বার্নলির বিরুদ্ধে ম্যাচের আগে লিভারপুলের ম্যানেজার বলেছিলেন ঘরের মাঠে দর্শকদের মিস করেছে তার দল। নতুন মৌসুমে ঘরের মাঠে প্রথম ম্যাচে পূর্ণ ক্ষমতার দর্শকদের সামনে স্বরুপে ফিরেছে লিভারপুল। ম্যাচের দুই অর্ধে দিয়েছে দুই গোল। শুরু থেকেই চড়াও হয়ে খেলা লিভারপুল ম্যাচে এগিয়ে যেতে সময় নেয় বিশ মিনিটেরও কম। ম্যাচের ১৮ মিনিটে বাম দিক থেকে আঠারো বছর বয়সী লেফটব্যাক কনস্টানটিনোস সিমিকাসের ক্রসে মাথা ছুঁইয়ে ম্যাচে নিজের প্রথম এবং মৌসুমের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ উইঙ্গার দিয়েগো জোতা।

গোলের দেখা পেয়ে আরও হন্যে হয়ে খেলতে থাকে লিভারপুল। প্রথম গোলের মিনিট ছয়েক পরে হার্ভে এলিওটের ক্রসে বল জালে জড়িয়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু ভিএআর চেকে বাতিল হয় সেই গোল। প্রথমার্ধে আরও কিছু আক্রমন শাণালেও জালের ঠিকানা খুঁজে পায়নি কোনোদলই। ৪৫তম মিনিটে বার্নলি রাইটব্যাক ম্যাথু লোটনের ফ্রিকিকে ফ্লাইট মিস করে বল ক্লিয়ার করতে ব্যার্থ হয়েছিলেন অ্যালিসন বেকার, বল জালে জড়াতে ব্যর্থ হয়েছিল বার্নলি খেলোয়াড়েওরাও। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই টানেলে ফেরে লিভারপুল।

বিরতির পরও খেলার হালচালে খুব বেশি পরিবর্তন আসেনি। লিভারপুলই প্রভাব বিস্তার করে খেলতে থাকে। যার ফলস্বরুপ খেলার ঘন্টা পেরোনোর মিনিট দসজেক পরেই সাদিও মানে লিভারপুলকে দুই গোলের লিড এনে দেন। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের থ্রু বলে দারুন এক ভলিতে বল জালে পাঠান মানে।

ম্যাচের বাকিসময়ও ছিল লিভারপুলময়, তিয়াত্তর মিনিটে জটলা থেকেও বল জালে পাঠাতে পারেনি লিভারপুলের খেলোয়াড়েরা। শেষ দশ মিনিটেও মুর্হুমুর্হু শটে কেঁপে ওঠে বার্নলির বক্স। পুরো ম্যাচে সাতাশটা সহ গোলে নয় শট স্বাক্ষ্য ম্যাচে কতোটা প্রভাব বিস্তার করেছে লিভারপুল। বিপরীতে বার্নলির তিন গোলে শট খুব বেশি বিপদে ফেলেনি লিভারপুলের রক্ষণকে।

গত মৌসুমের হতাশাজনক পারফর্ম্যান্সের পর এই মৌসুমের প্রথম দুই ম্যাচের দুইটাই জিতে ভালো শুরু করলো লিভারপুল। শিরোপা পুনরুদ্ধারের মিশনে লিগের তৃতীয় রাউন্ডে ২৮ আগস্ট ঘরের মাঠে কঠিন ম্যাচে চেলসিকে আতিথ্য দেবে ক্লপের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img