২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

আইপিএলের প্রথম ম্যাচে থাকছে যে চারটি আকর্ষণীয় দ্বৈরথ

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম আসর মাঠে গড়াচ্ছে ৩১ মার্চ। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। দুই দলেই প্রয়োজনীয় তারকা খেলোয়াড়ের কমতি নেই। আইপিএলের এই প্রথম ম্যাচের চারটি দ্বৈরথ নজর কাড়বে সবচেয়ে বেশি। দেখা নেওয়া যাক সেই ইন্টারেস্টিং লড়াই কেমন হবে।

হারদিক পান্ডিয়া ও বেন স্টোকস

দুই দলের অন্যতম দুই তারকা অলরাউন্ডার একে অপরের বিপক্ষে খেলেছেন তিনটি ম্যাচ। তিন ম্যাচে স্টোকসের করা ১১ বল খেলেছেন পান্ডিয়া। এই ১১ বল থেকে মাত্র একটি চার আদায় করেছিলেন টাইটান্সের অধিনায়ক। স্টোকস একবার আউটও করেছিলেন হারদিককে। এই দুই অলরাউন্ডারের লড়াইকে সবচেয়ে বড় দ্বৈরথই ধরা হচ্ছে

মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মাদ শামি

ইন্ডিয়ান এই ফাস্ট বোলারের বিপক্ষে পাঁচ বারের দেখায় ধোনির স্ট্রাইক রেট ১৮০। শামির করা ২০ বল থেকে এমএস বের করেছিলেন ৩৬ রান। ৪১ বছর বয়সী বুড়ো ধনীর বিপক্ষে এবার হয়তো ঘুরে দাঁড়াবে নিজের প্রাইমে থাকা শামি

কেন উইলিয়ামসন ও মঈন আলী

এই দুই ক্রিকেটার আইপিএলে মুখোমুখি হয়েছিলেন চারবার। মঈনের করা ২১ বল খেলে উইলিয়ামসন করেছিলেন ৩৩ রান; স্ট্রাইক রেট ১৫৭.১ । সাথে হাঁকিয়েছিলেন দুইটি করে চার ও ছক্কাও

ঋতুরাজ গাইকোয়াদ ও রশিদ খান

চেন্নাইয়ের হয়ে ওপেনিং পজিশনে খুব শক্তপোক্তভাবেই নিজের জায়গা দখল করেছেন গাইকোয়াদ। লেগ স্পিনার রশিদ খানের সাথে তার দ্বৈরথটা সমানে সমান। দুইবারের দেখায় রশিদ দুইবারই তুলে নিয়েছিলেন এই ওপেনারের উইকেট। তবে কম যায়নি গাইকোয়াদও। এই লেগির ৩৫ বল খেলে তিনি নিয়েছইলেন ৫৩ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img