২৪ এপ্রিল ২০২৪, বুধবার

আইপিএলে বিশ্রাম নিতে পারেন রোহিত!

- Advertisement -

৩১ মে থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এরমধ্যেই আইপিএল শুরু হওয়ার একদিন আগেই অভিনব সিদ্ধান্ত নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই  ইন্ডিয়ান্স। সরকারিভাবে ঘোষণা না করলেও সূত্রের খবর, দলের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে বিশেষ প্ল্যান করেছে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের কিছু ম্যাচে রোহিত শর্মাকে বিশ্রাম দিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। টানা খেলার ধকল যাতে বিশ্বকাপের আগে রোহিতের ফিটনেসের ক্ষেত্রে অন্তরায় হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিতে পারে মুম্বই টিম ম্যানেজমেন্ট।

রোহিত বিশ্রাম নিলে তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। যিনি আপাতত মুম্বই ইন্ডিয়ান্সে হিটম্যানের ডেপুটি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছিল, আইপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর দিকে নজর রাখা হবে। এই মর্মে আইপিএল খেলা ১২ জন ক্রিকেটারের উদ্দেশ্যে তাদের ফ্রাঞ্চাইজিগুলিকে বার্তা পাঠিয়েছে বিসিসিআই। আইপিএলে খেললেও বোর্ডের চুক্তির আওতায় থাকা বোলারদের উপরও যাতে বেশি চাপ না দেওয়া হয়, সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতায় যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বোলারদের পাওয়া যায়, তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img