আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে প্রতিবছরই নতুন নতুন প্লেয়ার উঠে আসে। গত বছর যেমন গতি দিয়ে নজর কেড়ে ভারত জাতীয় দলে খেলেছেন তরুণ পেসার উমরান মালিক। এছাড়াও অনেক ক্রিকেটার আইপিএলে পারফর্ম করে থাকেন নির্বাচকদের রাডারে। এবারের আইপিএলে এমন পাঁচজন অনভিষিক্ত প্লেয়ার যারা নজর কেড়েছেন,
রিংকু সিং: আইপিএল ইতিহাসে শেষ ৫ বলে ৫টি ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচ জিতিয়ে রীতিমত নায়ক বনে গেছেন রিংকু সিং। এছাড়াও বেশকয়েকটি ম্যাচে দলের প্রয়োজনে ঝোড়ো ব্যাটিং করে আলোচনায় এসেছেন এখনো ভারতের জার্সিতে অভিষেক না হওয়া বাঁহাতি এই মিডলঅর্ডার ব্যাটার। এই আইপিএলে ১৪৯.১২ স্ট্রাইকরেটে সর্বমোট ৪৭৪ রান করেছেন তিনি। কলকাতার হয়ে ৩১টি বাউন্ডারির পাশাপাশি ২৯টি ছক্কাও মেরেছেন ২৫ বছর বয়সি রিংকু।
তিলক ভার্মা: তিলক ভার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুই মৌসুম ধরেই নিজের প্রতিভার জানান দিচ্ছেন। গত মৌসুমে ৩৯৭ রান করেছিলেন ৩৬.০৯ এভারেজ আর ১৩১.০২ স্ট্রাইকরেটে। এই আসরে ৪২.৮৮ এভারেজে ৩৪৩ রান করেছেন তিলক। গত বছরের তুলনায় এই আসরে ব্যাটিং করেছেন ১৬৪.১১ স্ট্রাইকরেটে। এই আসরে মাত্র ১৪ বলে ৪৩ রানের ইনিংসও খেলেছেন তিলক।

জয়স্বী জসওয়াল: আইপিএলে অনভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন জয়স্বী জসওয়াল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলে এই রেকর্ড করেন তিনি। ভারতের জার্সিতে এখনো অভিষেক না হওয়া এই ওপেনার ব্যাটার রাজস্থান রয়্যালসের হয়ে এই আসরে ৬২৫ রান করেছেন। সেরা উদীয়মান খেলোয়াড়েরও পুরস্কার জিতেছেন এই জসওয়াল।
তুষার দেশপান্ডে: চেন্নাই সুপার কিংসের পঞ্চম শিরোপা জিততে বল হাতে দারুণ ভুমিকা ছিল তুষার দেশপান্ডের। ১৬ ম্যাচে ২১ উইকেট শিকার করে নিজের প্রতিভার জানান দিয়েছেন তিনি।
আকাশ মাধওয়াল: এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্সের বিপক্ষে ৩.৩ ওভারে মাত্র ৫ রান খরচ করে ৫ উইকেট শিকার করে প্লে-অফে কম রানে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন আকাশ মাধওয়াল। ভারতের জার্সিতে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেসারের।