২৯ মার্চ ২০২৪, শুক্রবার

আইসিসির পক্ষপাতিত্বে অসন্তুষ্ট নরকিয়া

- Advertisement -

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) চক্রের ভবিষ্যৎ সফরসূচিতে সাউথ আফ্রিকাকে কম টেস্ট ম্যাচ দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সমালোচনা করেছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। নরকিয়ার মতে, অন্য দেশগুলো বিশেষ করে বড় বড় টেস্ট দলগুলো যেখানে বছরে প্রায় ১৫টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, সেখানে তাদেরকে মাত্র ৬টি ম্যাচ দেয়া অন্যায্য।

“যদি আমরা এক বছরে ৬টি টেস্ট খেলি এবং ইংল্যান্ড এক বছরে ১৫টি টেস্ট খেলে, আমি এটিকে ন্যায়সঙ্গত বলে দেখছি না। আমাদের ছেলেরা আগের প্রজন্মের মতো সুপরিচিত হবে না যদি আমরা তিন বছরে ১৮টি ম্যাচ খেলি, বা এরকম কিছু”-‘ডেইলি মেইল’-কে দেয়া এক সাক্ষাৎকারে নরকিয়া  

টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সাউথ আফ্রিকা

বর্তমানে সাউথ আফ্রিকা ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।২৮ বছর বয়সী এই ফাস্ট বোলার আইসিসিকে তার দেশের বর্তমান অবস্থার উপযোগী টেস্টের সংখ্যা দেওয়ার জন্যও অনুরোধ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সব ফরম্যাটেই এক নম্বর দল হতে চাই। এটি যেভাবে চলছে তা দুর্ভাগ্যজনক। শুধু দুই ম্যাচের সিরিজ নয়, আরও বেশি টেস্ট ক্রিকেট খেলতে পারলে ভালো লাগবে।”   

ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত বড় তিনটি দলের চেয়ে কম সুযোগ পায় সাউথ আফ্রিকা। আফ্রিকানরা গত চার বছরে যেখানে ২৬টি টেস্ট খেলেছে, যেখানে ইংল্যান্ড এবং ভারত যথাক্রমে ৫৩ এবং ৪১টি টেস্ট খেলেছে। এমনকি, কোভিড পরিস্থিতির সময় দীর্ঘ ১৮মাস বাইরের দেশে না খেলা অস্ট্রেলিয়াও ৩৪টি টেস্ট খেলেছে।

আগামী ১৭ আগস্ট থেকে ডিন এলগারের দল লর্ডসে বেন স্টোকসের ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। পরের বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পেতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের আশায় রয়েছে প্রোটিয়ারা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img