২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

আজিম রফিকের কাছে ক্ষমা চেয়েই কমেন্ট্রিকে বিদায় জানালেন লয়েড

- Advertisement -

মঙ্গলবার, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং কোচ ডেভিড লয়েড দীর্ঘদিনের কমেন্ট্রি ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিগত ২২ বছর যাবত তিনি ‘স্কাই স্পোর্টসের’ হয়ে কাজ করে আসছিলেন। ‘বর্ণবাদ’ ইস্যুতে জড়িত থাকায় বিদায়বেলায় লয়েড ক্ষমাও চেয়েছেন ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেটার আজিম রফিকের কাছে। সেইসাথে নিজের কর্মস্থল এবং সাবেক সহকর্মীদের স্মৃতিরোমন্থন করেছেন এই লিজেন্ডারি ক্রিকেট ধারাভাষ্যকার, করছেন নতুন ধারাভাষ্যকারদের প্রশংসাও।

“বিদায়বেলায় আমি আজিম এবং এশিয়ান ক্রিকেট সম্প্রদায়ের কাছে এই অপরাধের জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এখনই সঠিক সময় মাইক্রোফোনটাকে সরিয়ে রাখার। এতোগুলো বছর কমেন্ট্রি করতে পারাটা আমার কাছে দারুণ ব্যাপার ”- বলছিলেন লয়েড      

বর্ণবাদী আচরণের জন্য আজিমের কাছে ক্ষমা চেয়েছেন লয়েড

লয়েডের দীর্ঘদিনের সহকর্মী ধারাভাষ্যকার বন্ধুদের বেশিরভাগই ইতিমধ্যে বিদায় বলে দিয়েছেন এই পেশাকে। তাই, নিজের বিদায়বেলায় সাবেক বন্ধু এবং সতীর্থদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেছেন, “ইতিমধ্যে বব উইলস আমাদের ছেড়ে চলে গেছে। আমার বন্ধু ডেভিড গাওয়ার, ইয়ান বোথাম এবং মাইকেল হোল্ডিংও এখান থেকে চলে গেছে। এবার আমার পালা। কমেন্ট্রিবক্সে শুন্যতা অনুভব করছি।”      

পুরনো সহকর্মীদের সাথে লয়েড

৭৪ বছর বয়সী এই ইংলিশ ধারাভাষ্যকার মনে করেন, স্কাই স্পোর্টস থেকে বিদায় নিলেও নিজের ভালোবাসার কমেন্ট্রিবক্সকে রেখে যাচ্ছেন যোগ্য কমেন্টেটরদের হাতেই, “আমি বিদায় নিলেও স্কাইবক্সকে রেখে যাচ্ছি মাইকেল অ্যাথারটন, নাসের হুসেইন, ইয়ান ওয়ার্ড এবং রবার্ট কীয়ের মতো যোগ্য ধারাভাষ্যকারদের হাতেই। ওরা এই মাইক্রোফোনের যথেষ্ট কদর করতে পারবে। আশা করছি, ওরা তথ্য এবং বিনোদনের মাধ্যমে এই প্রজন্মের দর্শকদের মনে এই চমৎকার খেলাটির প্রতি ভালোবাসা বাড়াতে সাহায্য করবে।“     

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img