২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

আবারও ইনজুরিতে রাব্বি, ফিরছেন ঢাকায়

- Advertisement -

কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়। ইয়াসির আলী রাব্বির বেলাতেও সেটাই হয়েছে। সংশয় ছিল ইনজুরি নিয়ে; নতুন করে ইনজুরিতে না পড়লে কিংবা পুরোনো চোট নতুন করে না ফিরলে সামনের এশিয়া কাপে একপ্রকার নিশ্চিত ছিল রাব্বির জায়গা। কিন্তু আবারও জেগেছে শঙ্কা। কারণ হঠাৎ করেই পিঠে চোট পেয়েছেন টাইগার ব্যাটসম্যান, দেয়া হয়েছে সাত দিনের বিশ্রাম, ফিরছেন ঢাকায়।

ওয়েস্ট ইন্ডিজ থেকে চোটের কারণে দেশে ফিরেছিলেন, রিহ্যাব চলেছে; জিম্বাবুয়ে সিরিজ মিস করেছেন। রোববার খুলনায় এইচপির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেছেন, তিন চার এবং এক ছক্কায় ব্যাট থেকে এসেছে ২৮ রান।

বিসিবির ডাক্তার সপ্তাহ খানেক আগেই বলেছিল, রাব্বি সামনের পায়ে খেলতে পারলেও পেছনের পায়ে খেলার ক্ষেত্রে যথেষ্ট ফিট নন। চিকিৎসকের কথা খুলনায় ভুল প্রমাণ করেছেন, ব্যাকফুটেও খেলেছেন দারুণ সাবলীল সব শট।

রাব্বির ব্যাটিংয়ে বেশ সন্তুষ্টই ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।  কিন্তু পিঠের পুরোনো চোট নতুন করে ছিটকে দিলো রাব্বিকে। এখন দেখার অপেক্ষা কতদিন থাকতে হয় মাঠের বাইরে!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img