১ মে ২০২৪, বুধবার

আবাহনীর কাছে পাত্তাই পেল না শেখ জামাল

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। এ নিয়ে টুর্নামেন্টে টানা ১১ ম্যাচ জিতলো এনামুল হক বিজয়-নাঈম শেখরা।

শিরোপা রেসে আবাহনীর অন্যতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল। এদিন আবাহনীকে হারাতে পারলে বর্তমান চ্যাম্পিয়নদের সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারতো নুরুল হাসান সোহানের দল। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় উল্টো বড় ব্যবধানে হেরে গেছে তারা।

টসে জিতে শেখ জামালকে আগে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। প্রথম ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করেছিলেন সাইফ হাসান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ১০ বলে ৩ বাউন্ডারিতে ১৬ রান করে শরীফুল ইসলামের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আরেক ওপেনার সৈকত আলীও শুরুটা ভাল করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩২ বলে ২৩ রান।

আবাহনীকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন নাঈম-বিজয়

ফজলে রাব্বি-রবিউল ইসলাম রবি এক অঙ্কের ঘরেই আউট হয়েছেন। অধিনায়ক সোহান এদিন রানের খাতা খুলতেই পারেননি। ইয়াসির রাব্বির ভাল শুরু পেলেও দুই ওপেনারের মতোই উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। জিয়াউর রহমানও পারেননি ঝড় তুলতে। তাতেই মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় তারা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। শেখ জামালের বোলারদের খুব একটা পাত্তা দেননি তারা। দারুণ ব্যাটিং করে টুর্নামেন্টে নিজের চতুর্থতম ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত ৪০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি। আরেক ওপেনার বিজয় ২২ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img