১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের টিকিট বিক্রি শুরু করেছে এসেক্স

- Advertisement -

২০২০ সালে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই তিন ম্যাচ ছিল ওয়ানডে সুপার লিগের অংশ। তবে সেই সফরটি স্থগিত হয়ে যায় করোনা ভাইরাসের কারণে। অবশেষে সেই সিরিজ অনুষ্ঠিত হবে আগামী মে মাসেই।

তবে বাংলাদেশকের আয়রিশরা আতিথেয়তা দেবে নিজের দেশে নয়, ইংল্যান্ডের চেমসফোর্ডে। সিরিজটির আয়োজক এসেক্স । খেলা হবে ক্লাবটির কাউন্টি গ্রাউন্ডে।

সিরিজকে সামনে রেখে অনলাইনে টিকিট বিক্রির কাজ শুরু করেছে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব। প্যাভিলিয়ন গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার হাজার। গ্রাউন্ড স্ট্যান্ডের টিকিটের দাম প্রায় ৩২০০ টাকা। সর্বনিম্ন টিকেটের মূল্য প্রায় ২৫০০ টাকা।

৯ই মে থেকে শুরু হতে যাচ্ছে সুপার লিগের এই তিন ম্যাচের সিরিজ। পরবর্তী দুই ম্যাচ ১২ ও ১৪ মে। সুপার লিগে প্রত্যেকটা দলই ২৪টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের ২১টি ম্যাচ। সুপারত লিগে টাইগারদের শেষ প্রতিপক্ষ আইরিশরা। ২১ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১৩০। পয়েন্ট টেবিলে আছে চতুর্থ অবস্থানে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img