১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

আয়ারল্যান্ড-বাংলাদেশ সুপার লিগের ম্যাচ আয়োজন করবে এসেক্স

- Advertisement -

মে মাস থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ। তিনটি ম্যাচই আয়জন করবে এসেক্স। মে মাসের ৯ তারিখ থেকে শুরু হবে সুপার লিগের এই সিরিজ।

ওয়ানডে সুপার লিগের ১৩টি দলই ২৪টি ম্যাচ খেলবে। বাংলাদেশের বাকি মাত্র তিনটি ম্যাচ। এই তিনটি ম্যাচ যে আয়ারল্যন্ডের বিপক্ষে হবে তা আগে থেকেই জানা ছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ৯ই মে থেকে শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ই মে। তিনটি ম্যাচই আয়জন করবে এসেক্স ক্রিকেট ক্লাব। টিকেট বিক্রি এখন থেকেই শুররু করে দিয়েছে এসেক্স ক্লাব। অনলাইনে এই টিকেট কাটার ব্যবস্থা করা হয়েছে। আইরিশদের বিপক্ষে এই সফরে টেস্ট কিংবা টি-টোয়েন্টি খেলবে না বাংলাদেশ।

১৮ মার্চ শুরু হওয়া ওয়ানডে সিরিজটি সুপার লিগের অন্তর্ভুক্ত না। তবে মে মাসের সফরটি টাইগারদের সুপার লিগের অংশ। সুপার লিগে ২১ ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট ১৩০। অন্যদিকে সমান ম্যাচ খেলেও আইরিশদের পয়েন্ট ৬৮। বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারলেও আইরিশদের সামনে পাহারসম সমীকরণ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img