১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

আর্জেন্টিনা পেরেছে, এবার জার্মানির পালা

- Advertisement -

গ্যারি লিনেকার একবার বলেছিলেন, ‘ফুটবল ভীষণ সহজ এক খেলা; এখানে ২২ জন ৯০ মিনিট ধরে বলের পেছনে ছুটে, শেষ পর্যন্ত জেতে জার্মানরাই।’ স্পেনের বিপক্ষে যেনো এমনটাই হয়, সেটাই চাইবে জার্মান ভক্তরা। যেকোনো মূল্যে জয়টাই জরুরী, হেরে গেলেই কাতার বিশ্বকাপকে জানিয়ে দিতে হবে বিদায়। কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচটা তখন শুধুই আনুষ্ঠানিকতার।

কিন্তু অতীত রেকর্ড জার্মানদের বিপক্ষে, জার্মান ভক্তদের মনেও ভয় ধরাবে। স্পেনের বিপক্ষে নিজেদের শেষ সাত দেখায় জার্মানি জয় নিয়ে মাঠ ছেড়েছে মাত্র দুইবার। চৌত্রিরিশ বছরে স্পেনের বিপক্ষে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে জেতেনি জার্মানরা। দুইবার শুধু ড্র করতে পেরেছে। বিশ্বকাপেও নিজেদের শেষ চার ম্যাচের তিনটাতেই হেরেছে জার্মানি, টানা দুই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে।

আল বায়ত স্টেডিয়ামে রাত একটায় বিশ্বকাপের মঞ্চে পঞ্চমবারের মতো জার্মানি স্পেনের বিপক্ষে মাঠে নামবে। প্রথম তিন দেখায় জয়, এক ড্র আর দুই হাজার দশ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজয়; এবার কি হবে?

নিজেদের শেষ ম্যাচে কোস্টরিকার বিপক্ষে সাত-শূন্য গোলে জিতেছে স্পেন। গাভি-তোরেস-পেদ্রিরা আশি শতাংশ বল রেখেছে নিজেদের দখলে, যা কি না গত ছাপ্পান্ন বছরের বিশ্বকাপ ইতিহাসে বিশ্বরেকর্ড। সবশেষ চার বছরে মাত্র ছয়টা ম্যাচ হেরেছে দুই হাজার দশের বিশ্বকাপজয়ীরা। সবদিক বিবেচনায়, ইতিহাস বলছে জিততে চলেছে স্পেনই। তার মানে কি আরও একবার প্রথম পর্বেই বেজে যাবে জার্মানদের বিদায়ঘন্টা?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img