২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

“আল নাসেরেই” যাচ্ছেন রোনালদো; প্রত্যেক বছরে পাবেন ২০০০ কোটিরও বেশি টাকা

- Advertisement -

বিশ্বকাপের মাঝামাঝি সময়েই ম্যানইউর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরেই ক্লাব ফুটবলে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে চলে নানা জল্পনা-কল্পনা। এবার অবসান ঘটল এসব কিছুরই। সৌদির ক্লাব “আল নাসেরেই” যোগ দিলেন সিআরসেভেন।

ক্লাবের তরফ থেকেই অফিশিয়াল টুইটারের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ” নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। আপনাকে স্বাগত ক্রিশ্চিয়ানো রোনালদো। আপনাকে দেখে আমাদের ছেলেমেয়েরা আরো নতুন কিছু করতে উৎসাহী হবে”

এ বিষয়ে ক্লাবের চেয়ারম্যান মুসাল্লি আল মুয়াম্মার লিখেছেন, “এ চুক্তি এক আমাদের ক্লাবের ইতিহাসে এক ঐতিহাসিক মুহুর্ত। রোনালদোর মতো খেলোয়াড়েরা বিশ্বের সকল খেলোয়াড়ের কাছে উদাহরণ। আশা করি তাঁর উপস্থিতিতে আল নাসের সাফল্য পাবে”

এদিকে সৌদি সংবাদ মাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী , ২০২৫ পর্যন্ত ” আল নাসেরের” সঙ্গে চুক্তি হয়েছে রোনালদোর। সেই চুক্তি অনুযায়ী প্রতি বছরে প্রায় ২২১২ কোটি টাকা পাবেন এই ফুটবল তারকা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img