২ মে ২০২৪, বৃহস্পতিবার

আসছে এভারেস্ট প্রিমিয়ার লিগ, খেলবেন শাহিদ আফ্রিদি

- Advertisement -

নেপালের ঘরোয়া ক্রিকেট এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। নেপালি স্পিনার সন্দিপ লামিচানের সাথে একই দলে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার।

নেপালি সন্দিপ লামিচানে এবং আফ্রিদির সম্পর্ক টা মাঠের বাইরেও বেশ ভালো। লামিচানে আফ্রিদির সাথে বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লর্ডসে। পরে দুজনে খেলছেন পাকিস্তান সুপার লিগ এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগেও। এক ভিডিও বার্তায় লামিচানে আফ্রিদিকে বলেন, “কাঠমান্ডূ দলে স্বাগতম, ছেলেরা সবাই তোমাকে দলে পেয়ে খুবই উত্তেজিত। আমি জানি তুমি এই দেশে তোমার সময় খুবই উপভোগ করবে, তোমাকে আমাদের দলে পাওয়ার জন্য আমার সময় কাটছেনা”

আফ্রিদি এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলা নিয়ে বলেন, “কাঠমান্ডুতে এটিই আমার প্রথম সফর হবে। আমি উচ্ছ্বসিত এবং খেলতে যেতে খুবই আগ্রহী” নেপালের মানুষকে খেলা দিয়ে আনন্দ দিবেন বলেও কথা দেন আফ্রিদি। ২০১৬ সালের এভারেস্ট টি-টোয়েন্টির প্রথম আসর হলেও ২০১৮তে আবার বন্ধ হয়ে যায় তা। ২০২০ এ নতুন আঙ্গিকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার বাধায় ভেস্তে যায় সেই আয়োজন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img