২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

আয়ের দিক দিয়ে মেসি-রোনালদোকে পেছনে ফেললেন এমবাপ্পে

- Advertisement -

গত ১৫ বছর ধরে মাঠে কিংবা মাঠের বাইরে সব জায়গায়ই দাপট দেখিয়ে যাচ্ছেন মেসি-রোনালদো। মাঠের ফুটবল কিংবা ব্যাক্তিগত আয় সবখানেই এই দুই ফুটবলার ছিলেন সবার থেকে এগিয়ে। এবার আয়ের দিক থেকে এই দুই কিংবদন্তিকেই পিছনে ফেলেছেন এমবাপ্পে। এমনই এক তথ্য প্রকাশ করেছে স্পোর্টস ভিত্তিক প্রতিষ্ঠান স্পোটিকো।

আয়ের দিক দিয়ে মেসি-রোনালদোকে পিছনে ফেললেন এমবাপ্পে

প্রতিষ্ঠানটি ২০২২/২৩ মৌসুমে ফুটবলাদের আয়ের হিসেব প্রকাশ করেছে। যেখানে দেখা যায় বার্ষিক ১২৫ মিলিয়ন ডলার আয় করে সবার উপরে রয়েছেন পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আর তারপরেই রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আয় ১১৩ মিলিয়ন ডলার। তিন নাম্বার পজিশনে রয়েছেন আর্জেনন্টাইন সুপারস্টার লিওনাল মেসি। তিনি আয় করেছেন ১১০ মিলিয়ন ডলার।

মূলত পিএসজি থেকে পাওয়া বিশাল বেতনই এমবাপ্পেকে বানিয়েছে এই মৌসুমের সর্বোচ্চ আয় করা ফুটবলার। শুধু বেতন বোনাস মিলিয়ে পিএসজি থেকে ফরাসি এই ফুটবলার পেয়েছেন ১০৫ মিলিয়ন ডলার।

অন্যদিকে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার আয় ৯১ মিলিয়ন ডলার। সেরা দশে থাকা অন্য ফুটবলাররা এই চারজনের চেয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে আছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img