২০ এপ্রিল ২০২৪, শনিবার

ইউরোপের বাধা টপকাতে পারলো না সেলেসাওরা

- Advertisement -

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ক্রোয়েশিয়া। পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে তারা হারিয়েছে ৪-২ গোলে৷

এর আগে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে গোল করেন নেইমার জুনিয়র। এই গোলে ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের রেকর্ডে ভাগ বসালেন এই ‘নাম্বার টেন’৷ আনন্দ বেশীক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ব্রাজিলের জালে বল পাঠান পেটকোভিচ৷ ম্যাচ আর শেষ হলো কই? ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

খেলার শুরু থেকেই ক্রোয়েশিয়াকে আক্রমণেও ওপর রাখে ব্রাজিলের আক্রমণ ভাগ৷ জবাবে সেভাবে আক্রমণে যেতে পারেনি ব্রাজিল। তবে ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ প্রথম থেকেই ছিলেন দুর্দান্ত।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ফুটবল খেলেছে ব্রাজিল। সেভাবে আক্রমণ যেতে পারেনি ক্রোয়েটরা। বলা যায় আসল লড়াইটা হয়েছে ব্রাজিলের আক্রমণভাগ বনাম লিভাকোভিচের মধ্যে৷ তবে গোল নামক কাঙ্খিত বস্তুটারই দেখা মেলেনি।

প্রথম নব্বই মিনিটে ব্রাজিল শট নিয়েছিলো ১৬ টা। জবাবে ক্রোয়েশিয়া মাত্র ছয়টা৷ ব্রাজিল অন টার্গেট শট নিয়েছিলো ৮ টা, যেখানে ক্রোয়েশিয়া একটাও নিতে পারেনি৷ দুই দলই গোল করায় ব্যর্থ হওয়ায়, শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর টাইব্রেকারে ক্রোয়েটদের বীরত্ব।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img