১৯ মে ২০২৪, রবিবার

ইতিহাস গড়ে ফাইনালে ওঠার অপেক্ষায় পিএসজি

- Advertisement -

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় লেগ জিতে সেমিফাইনাল। এরপর আবার সেমির প্রথম লেগে ১-০ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজির হার। এবার যদি দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারে ফরাসি জায়ান্টরা তাতেই চ্যাম্পিয়ন্স লিগে লেখা হয়ে যাবে নতুন এক ইতিহাস। ইতিহাসের প্রথম দল হিসেবে টুর্নামেন্টের কোয়ার্টার ও সেমির প্রথম লেগ হারার পরও ফাইনালে খেলবে কিলিয়ান এমবাপ্পের দল।

ফাইনাল নিশ্চিতের মিশনে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্যা প্রাঁসে বুধবার রাতে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড। ১-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালের ফিরতি লেগে নামবে জার্মান ক্লাবটি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত একটায়।

সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল বরুশিয়া ডর্টমুন্ড

সাত মাসের ব্যবধানে আবারও পিএসজির মাঠে খেলতে নামছে ডর্টমুন্ড। সেবার গ্রুপ পর্বে ২-০ গোলে হারলেও এবার এগিয়ে থেকেই সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামার অপেক্ষায় জার্মান জায়ান্টরা। তবে নিজেদের ভেন্যুতে পরিসংখ্যানের দিক থেকে এগিয়েই থাকছে পিএসজি। মুখোমুখি দেখায় শেষ তিনবারের চেষ্টাতেও পিএসজির মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি ডর্টমুন্ড। তবে সেই রেকর্ড ধরে রাখতে এবার পিএসজিকেও বেগ পেতে হতে পারে। নিজেদের শেষ সাত ম্যাচেই গোল হজম করেছে পিএসজি। ঘরের মাঠে শেষ চার ম্যাচে ৮ গোল খেয়েছে পারিসিয়ানরা।

যেহেতু এ ম্যাচ কোনোমতে গোলশূন্য ড্র বা যেকোনো ব্যবধানে ড্র করলেও বরুশিয়া ডর্টমুন্ডই ফাইনালে উঠে যাবে, তাই কিছুটা হলেও তারা চাপমুক্ত থাকবে। অপরদিকে, পিএসজিকে ফাইনালে উঠতে হলে অন্তত দুই গোলের ব্যবধানে জিততেই হবে। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের লড়াইয়ে পিএসজি ও ডর্টমুন্ডের সমান দুটি করে জয় এবং একটি ড্র। এখন পর্যন্ত দুই দলই মুখোমুখি দেখায় জিতেছে শুধু হোম ম্যাচেই, একে অপরের মাঠে জিততে পারেনি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img