২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

উইন্ডিজের সাথে সব ম্যাচ জিততে চাই: সাকিব

- Advertisement -

উইন্ডিজ সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্বশুরের অসুস্থতার খবরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই দেশ ছাড়েন। যুক্তরাষ্ট্রে সাকিব পৌঁছানোর আগেই শ্বশুর মমতাজ আহমেদ মারা যান।

বছরের প্রথম দিনই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দিয়ে সাকিব-শিশির দম্পতি নতুন চমক দিয়েছেন। তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন সাকিব আল হাসান। সন্তান সম্ভ্যবা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখেই দেশে ফিরেছেন। ২০১৫ সালে সাকিব-শিশিরের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এরপর গেল বছর দ্বিতীয়বার বাবা হন সাকিব। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা ইরাম হাসান।

পারিবারিক ব্যস্ততাকে আপাতত দূরে রেখে আগামী কিছুদিন ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন দেশ সেরা অলরাউন্ডার। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সাথে সাকিব কথা বলেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে আছেন তিনি। উইন্ডিজ সিরিজ নিয়েও কথা বলেন সাকিব। তাঁর মতে উইন্ডিজের বিপক্ষে সব ম্যাচ জিতাটা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক দিক হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img