১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার

উড়তে থাকা ম্যানইউকে রুখতে পারবে ম্যানসিটি?

- Advertisement -

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ( শনিবার) ম্যানচেস্টার ডার্বি। বিশ্বকাপের পর এখন পর্যন্ত টানা ছয় ম্যাচ জিতে ফর্মের তুঙ্গে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিজেদের শেষ ম্যাচে সাউদ্যাম্পটনের কাছে হেরেছিল পেপ গার্দিওলার দল, যার ফলে আত্মবিশ্বাসের দিক দিয়ে অনেকটা তলানিতেই থাকবে ম্যানসিটি।

বেশিদিন আগের কথা না, ২০২২ এর অক্টোবরেই ম্যানইউকে ৬-৩ গোলে হারিয়েছিল ম্যানসিটি। সদ্য নিযুক্ত হওয়া ম্যানইউ কোচ এরিক টেন হাগের জন্য সেটি যেনো এক প্রকার টনিক হিসেবেই কাজ করেছিল। তাইতো বিশ্বকাপের বিরতির পর রেড ডেভিলদের দেখা যাচ্ছে নিজেদের চিরচেনা রূপে।

অপরদিকে বিশ্বকাপের বিরতির পর নিজেদের ঠিক আগের মতো মেলে ধরতে পারছে না ম্যানসিটি। সাউদ্যাম্পটনের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে একবারও প্রতিপক্ষের পোস্ট বরাবর একটি শটও মারতে পারেনি সিটি। যার ফলে দুশ্চিন্তা থাকবে তাদের শিবিরে।

শেষ ম্যানচেস্টার ডার্বিতে প্রথমার্ধের মধ্যেই ৪ গোল খেয়ে ফেলেছিল ম্যানইউ। সেই ম্যাচে ম্যানিসিটির মিডফিল্ডের কাছে পাত্তাই পায়নি এরিক টেন হাগের দল। তবে দৃশ্যপট বদলেছে, অনেকটাই পাল্টে গিয়েছে ম্যানইউর খেলার ধরন। সে হিসেবে ম্যানইউ সমর্থকরা আশাবাদী হতেই পারেন গেলবারের হারের শোধ নিতে।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে ম্যানসিটি। এছাড়াও রবিবার রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ম্যাচ। কাজেই আজকের ম্যাচের উপরই অনেকটা নির্ভর করবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা কার হাতে উঠবে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img